ঢাকাবুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৪, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার’ (ডি-লিট) ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার এই ডিগ্রি প্রদান করেন।

ড. ইউনূসের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রয়েছে ঘনিষ্ঠ এক সম্পর্ক। তিনি ১৯৭২ সালে চবির অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন এবং প্রায় এক দশক ধরে শিক্ষকতা করেন এই বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের সান্নিধ্য, পাহাড়-জঙ্গলঘেরা প্রিয় এই ক্যাম্পাস তার স্মৃতির ভাণ্ডারে রয়েছে এক বিশেষ স্থান নিয়ে।

সমাবর্তন অনুষ্ঠানে প্রায় ২২ হাজার ৬০০ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চবির সিনেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদনের ভিত্তিতে ড. মুহাম্মদ ইউনূসকে এই সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করা হয়, যা তার জ্ঞানচর্চা ও সমাজে বিশেষ অবদানের এক অনন্য স্বীকৃতি।