ঢাকাবুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই যোদ্ধা ও ঢাবি ছাত্রদল নেতা সাম্যকে ছুরিকাঘাতে খুন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৪, ২০২৫ ২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে, সাম্য ও তার দুই বন্ধু বায়েজীদ আব্দুল্লাহ ও রাফি মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনা কালীমন্দির গেট দিয়ে বের হচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলের সঙ্গে অন্য একটি বাইকের ধাক্কা লাগে। বাইকের আরোহী উত্তেজিত হয়ে ওঠেন এবং কিছুক্ষণ পর তার সঙ্গে থাকা ১০-১২ জন চারটি মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে সাম্য ও তার বন্ধুদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডা থেকে শুরু হয় মারামারি। এই সময় দুর্বৃত্তরা সাম্যকে ধারাল ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক জানান, সাম্যের ডান পায়ে ধারাল অস্ত্রের গভীর আঘাত ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মাহফুজুল হক সুপণ বলেন, “ছুরিকাঘাতে রক্তাক্ত করে সাম্যকে হত্যা করা হয়েছে। আমরা এখন মেডিকেলে আছি।”

সাম্য ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থাকায় হত্যাকাণ্ডের নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্বের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেক সহপাঠী। যদিও পুলিশ প্রাথমিকভাবে ব্যক্তিগত বিরোধ ও ঘটনাস্থলের বিবাদের বিষয়টিকে প্রধান সূত্র হিসেবে দেখছে।

ঘটনার তদন্ত শুরু করেছে শাহবাগ থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিয়ে তদন্ত চলছে।

ঢাবি ক্যাম্পাসে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।