কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন প্রকাশ মনু (৩৮)কে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) দিবাগত রাত ২টার দিকে আলেকদিয়া কাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন অস্ত্রধারী ব্যক্তি এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মনির উদ্দিনকে তার বাড়ি থেকে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির গোয়াল ঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মনির উদ্দিন শিলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকার মৃত কবির আহমদের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পেকুয়া থানার ওসি।