ঢাকামঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সদরঘাটে পরিত্যক্ত ভবনের বাথরুম থেকে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৩, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকার একটি পরিত্যক্ত ভবনের বাথরুম থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার করেছে পুলিশ। চুরি ও অস্ত্র মামলায় জড়িত তালিকাভুক্ত চার আসামির মধ্যে তিনজনকে সোমবার (১২ মে) রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, পূর্ব মাদারবাড়ি এলাকার সোনালী পরিবহন সংস্থার মালিক মোহাম্মদ জহিরুল আলম গত ২০ জানুয়ারি থানায় অভিযোগ করেন, তার অফিসে চুরি হয়েছে। চোরেরা একটি লাইসেন্সকৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৭ রাউন্ড গুলি এবং নগদ প্রায় ২ লাখ টাকা নিয়ে যায়।

মামলার তদন্তে প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রথমে গ্রেপ্তার হয় মো. শাকিল বাবু। পরে তার স্বীকারোক্তিতে গ্রেপ্তার করা হয় জিল্লুর রহমান রহিতকে। এরপর আবু বক্কর সিদ্দিক ও মো. আরিফ হোসেন মেহেদীকেও আটক করে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তারা জানান, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর আসামিরা জানায়, চুরি হওয়া অস্ত্রটি এক লাখ টাকায় বিক্রি করে পরে তা মজুত রাখা হয় বাংলাবাজারের একটি পরিত্যক্ত ভবনের বাথরুমে। সেখানে অভিযান চালিয়ে ইটের নিচ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনে থাকা ৬ রাউন্ড গুলি, একটি পুরনো রেঞ্চ, একটি লোহার কাটার ও একটি সাদা প্লাস্টিকের বস্তা।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ আহমদ জানান, গ্রেপ্তারকৃত চারজনই একাধিক মামলার আসামি। তাদের মধ্যে আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ১৩টি, মেহেদী হাসানের বিরুদ্ধে ২২টি, শাকিল বাবুর বিরুদ্ধে ১৭টি এবং জিল্লুর রহমান রহিতের নামে ৫টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় অস্ত্র আইনে নতুন মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ফরেনসিক পরীক্ষার জন্য প্রেরণ করা হবে। তদন্তে চক্রটির বিরুদ্ধে আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।