ঢাকামঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ গ্রেফতার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৩, ২০২৫ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ-২ আসনের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সহায়তা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়।

তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি এখনো দেওয়া হয়নি। গ্রেফতারের পর তাকে কোন থানায় নেওয়া হয়েছে এবং কবে তাকে আদালতে তোলা হবে—তা জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এই ঘটনায় তার পরিবার বা আইনজীবীর পক্ষ থেকেও এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।