ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগকারী সাবেক আওয়ামী লীগ সরকারের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এখন আর শুধু বাংলাদেশের নাগরিক নন—তিনি যুক্তরাষ্ট্রেরও নাগরিক। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১০ মে) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে এক নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি শপথ নেন এবং পরে নাগরিকত্বের সনদ গ্রহণ করেন।
জানা গেছে, ওই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মোট ২২ জন নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন। তাদের মধ্যে তিনজন বাংলাদেশি ছিলেন, যার মধ্যে সজীব ওয়াজেদ জয় দ্বিতীয় ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেন।
একজন উপস্থিত সাক্ষী জানান, জয় শপথ অনুষ্ঠানে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন। ইংরেজি অক্ষর অনুযায়ী যখন বাংলাদেশের নাম ডাকা হয়, তখন জয়কে মঞ্চে ডাকা হয়। অনুষ্ঠান শেষে তিনি নাগরিকত্বের সনদ গ্রহণ করেন এবং সেখানেই যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদনপত্র দাখিল করেন।
এই তথ্য সামনে আসার পর ২৪ এপ্রিল সজীব ওয়াজেদ জয়ের দেওয়া একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। সেখানে তিনি লিখেছিলেন, “সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।”
তবে শনিবারের নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠান ও পাসপোর্ট আবেদনের পর সেই বক্তব্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে তার বিদেশি নাগরিকত্ব গ্রহণের সিদ্ধান্ত ঘিরে নানামুখী বিতর্ক তৈরি হয়েছে।
এ বিষয়ে এখনো সজীব ওয়াজেদ জয়ের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।