ঢাকাসোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজ শহর চট্টগ্রাম সফরে আসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১২, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস আগামী ১৪ মে প্রথমবারের মতো তার নিজ শহর চট্টগ্রাম সফরে আসছেন। সফরকালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৪ মে সকালে তিনি চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় যোগ দেবেন। সেখানে বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরসহ বন্দরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা প্রদর্শিত হবে।

পরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে এসে কর্ণফুলী নদীর উপর কালুরঘাট রেল কাম সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের দলিল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিতব্য পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. ইউনুস। তিনি সমাবর্তন বক্তা হিসেবে ভাষণ দেবেন এবং তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘ডি-লিট’ ডিগ্রি প্রদান করা হবে। ২০১১-২০২৩ শিক্ষাবর্ষের ২২ হাজার ৬০০ জন শিক্ষার্থী এবং ২২ জন পিএইচডি ডিগ্রিধারীকে সনদ দেওয়া হবে এই আয়োজনে।

চবি রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম জানান, এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবর্তন হতে যাচ্ছে। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের নেতৃত্বে এর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।

সমাবর্তন শেষে ইউনুস যাবেন হাটহাজারীর জোবরা গ্রামে, যেখানে তার শৈশব কেটেছে। এ সফর নিয়ে চট্টগ্রামবাসীর মধ্যে উদ্দীপনা বিরাজ করছে। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “চট্টগ্রামের জনগণ তাদের মাটির সন্তানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন।”

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানিয়েছেন, সফর উপলক্ষে নগরীর রাস্তাঘাট পরিষ্কার, রংকরণ ও বিদ্যুতায়ন কাজ চলছে।