চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজনে প্রায় ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী তাদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ ইয়াহইয়া আখতার জানান, সমাবর্তনের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান। এ লক্ষ্যে সার্টিফিকেট প্রস্তুতের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং তা বিভাগ ও ইনস্টিটিউটে পাঠানোর কাজ চলছে।
এ বছরের সমাবর্তনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, যিনি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন এবং তাঁকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বিদ্যুৎ ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম ও ইউজিসি চেয়ারম্যান ড. এস. এম. এ. ফায়েজ।
সমাবর্তনে অংশগ্রহণকারীদের যাতায়াত সহজ করতে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ১০০টি বাস ছাড়বে সকাল ৬টা থেকে। পাশাপাশি নির্ধারিত শাটল ট্রেনও চলবে বিশেষ সময়সূচি অনুযায়ী। ১ নম্বর মূল গেট থেকে কোনো ব্যক্তিগত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না, তবে গেট থেকে শাটল বাসের ব্যবস্থা থাকবে। ক্যাম্পাসে চলাচলের জন্যও আলাদা বাস সার্ভিস চালু থাকবে।
সমাবর্তন অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য শিক্ষার্থীদের কনভোকেশন কার্ড ও আইডি কার্ড বাধ্যতামূলকভাবে সঙ্গে রাখতে হবে। গাউন বিতরণ ১৩ মে পর্যন্ত চলবে এবং সমাবর্তনের দিন সকাল ৭টা থেকে বাকি গাউন বিতরণ করা হবে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য থাকবে গিফট আইটেম — ব্যাগ, কলম, স্মরণিকা, পিন ও ওয়ালেট। অনুষ্ঠানটি ক্যাম্পাসের চারটি স্থানে LED স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে সবাই অংশ নিতে পারেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দীর্ঘ শিক্ষাজীবনের অর্জনের এক গৌরবময় স্বীকৃতি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, সমাবর্তন দিনটি শিক্ষার্থীদের জীবনে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।