বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে বিভক্তির কোনো স্থান নেই—এই দেশ চলবে সবাইকে সঙ্গে নিয়েই।”
রোববার সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধ মন্দিরের সামনে শান্তি শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সংখ্যাগরিষ্ঠের নামে রাজনীতি চলবে না। প্রত্যেক নাগরিকের পরিচয় একটাই—তিনি বাংলাদেশি। সবাই মিলে সমাজ, রাষ্ট্র ও দেশ গড়তে হবে। রাজনৈতিক ভিন্নতা থাকা স্বাভাবিক, কিন্তু সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন অশান্তির মধ্যে ছিলাম, এখন শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে। বুদ্ধের বাণী বিশ্বজুড়ে প্রাসঙ্গিক, আর বাংলাদেশের মতো দেশে তো আরও বেশি প্রয়োজন।”
শোভাযাত্রায় সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহ্বানে ৬১টি সংগঠন অংশগ্রহণ করে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে আবার বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন সিএমপি দক্ষিণের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন, আর. কে. কে বাংলাদেশের ব্রাঞ্চ মিনিস্টার মরি মাসানোবু, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান, ইসরাফিল খসরু মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন রনি কুমার বড়ুয়া ও রোটারিয়ান সপু বড়ুয়া।