চট্টগ্রাম থেকে বিএনপির তারুণ্যের সমাবেশ শেষে বাড়ি ফিরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে নুরুল হক (৩৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মে) রাত ১০টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নুরুল হক বেলছড়ি ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন বলে জানা গেছে।
জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, “নুরুল হক শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত যুবদলের তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে এসে রাত আনুমানিক ১০টার দিকে স্ট্রোক করেন। এরপর তাকে দ্রুত মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা বলেন, “নুরুল হক অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হন এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”
পার্বত্য এলাকায় সম্প্রতি তাপমাত্রা ও আদ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।