ঢাকাসোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পঞ্চম দিনের মতো চলছে তীব্র তাপপ্রবাহ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১১, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

গত বুধবার থেকে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহ আজ রোববার (১১ মে) পঞ্চম দিনেও অব্যাহত রয়েছে। দেশের ৬২টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে, যার মধ্যে ৮টি জেলায় ছিল তীব্র থেকে অতি তীব্র মাত্রায়।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজও সারাদেশেই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন,“আজকের আবহাওয়ার চিত্র গতকালের মতোই থাকবে। কোথাও বৃষ্টি হলে সেখানকার তাপপ্রবাহ খানিকটা প্রশমিত হবে। তবে দেশের বেশিরভাগ জায়গায় তাপপ্রবাহ বজায় থাকতে পারে।”

তিনি আরও বলেন, আগামীকাল সোমবার কয়েকটি অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সেখানে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং তাপপ্রবাহের প্রভাব কমবে।

গতকাল শনিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়—৪২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় রেকর্ড হয়েছে ৪০.০১ ডিগ্রি সেলসিয়াস, যা জনজীবনে ব্যাপক ভোগান্তি সৃষ্টি করেছে।