ইমামের লেবাসে ঢাকা পড়ে ছিলেন, তবে ইয়াবা লুকানো ছিল পোশাকের গভীরে। অবশেষে চট্টগ্রাম রেলস্টেশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) হাতে ধরা পড়লেন আব্দুস সালাম মোল্লা (৫৪)—যিনি একদিকে ‘স্থার’ (সম্ভবত একটি ধর্মীয় বা সামাজিক সংগঠন) এর জয়েন্ট সেক্রেটারি, অন্যদিকে কুখ্যাত মাদক ব্যবসায়ী।
রোববার (১১ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি চট্টগ্রাম মেট্রোর একটি দল তাকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক গোপাল কৃষ্ণ দাস।
আব্দুস সালাম মোল্লা নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দয়াকান্দার নয়াপাড়া এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, “আসামি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এবারও একই পথে পাড়ি দিয়েছিলেন, তবে শেষ রক্ষা হয়নি।”
ডিএনসি জানায়, গ্রেপ্তার সালাম মোল্লা এর আগেও বগুড়া, মাদারীপুরসহ বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহ করেছেন। এ ঘটনায় কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।