ঢাকাসোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অস্ত্রসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১১, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বোয়ালখালীতে ক্লু পাওয়ার পর পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে একনলা বন্দুক, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন সাব্বির (৩১) এবং পৌর ছাত্রলীগ নেতা মো. বছিরুল হক শাহিন (২৩)। তারা যথাক্রমে হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রাম এবং ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামের বাসিন্দা।

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার জানান, শনিবার রাত দেড়টার দিকে বোয়ালখালীর শাকপুরা মিলিটারিপুল এলাকায় একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সাব্বির পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তার মোবাইলে একটি একনলা বন্দুকের ছবি দেখে সন্দেহ আরও বাড়ে। পরে জিজ্ঞাসাবাদে শাহিন স্বীকার করেন, ছবিটি বন্দুক বিক্রির উদ্দেশ্যে তোলা হয়েছিল।

তাদের দেওয়া তথ্যে পটিয়া পৌরসভার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে একটি একনলা বন্দুক, তিনটি লেডবল গুলি, চারটি পিস্তলের গুলি, দুটি চাকু, একটি লোহার পাত এবং তিনটি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে তিনজনকে আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, এ ঘটনায় আরও তদন্ত চলছে।