আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশনের আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন,“আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়। এটি একটি মাফিয়া পার্টি, একটি ফ্যাসিবাদী গোষ্ঠী। এ দলের ডিএনএ-তে গণতন্ত্র নেই, গণতন্ত্র চর্চা নেই।”
তিনি দাবি করেন, সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ ক্ষেত্রে আইনে কিছু সংশোধনের প্রয়োজন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।“আমি মনে করি, সন্ত্রাসবিরোধী আইনে সরকারের কিছুটা সংশোধনী আনা উচিত, যেন সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন,“আমরা শাহবাগে কেন যাবো? আমরা তো মাসখানেক আগেই লিখিতভাবে এবং মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছি। সভা-সেমিনারে বারবার বলেছি। এখন আবার সেখানে গিয়ে বলার প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন,“আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল হিসেবে পৃথিবী বা দেশের মানুষ কতটা স্বীকৃতি দেয়? তারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ ও মাফিয়াতন্ত্র চর্চা করেছে—গণহত্যা, নিপীড়নের মাধ্যমে দেশের মানুষের ওপরে শাসন চালিয়েছে।”
এখন পর্যন্ত সরকারিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার কোনো ঘোষণা দেওয়া হয়নি। এছাড়া আওয়ামী লীগ পক্ষ থেকেও সালাহউদ্দিন আহমদের বক্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগ গত ১৫ বছরের বেশিরভাগ সময় ধরে রাষ্ট্র পরিচালনা করছে। দলটি দাবি করে, তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যাচ্ছে। তবে বিএনপি বরাবরই সরকারকে স্বৈরাচার ও গণতন্ত্রবিরোধী বলে অভিযোগ করে আসছে।