ঢাকাসোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের পর এবার জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি গণঅধিকার পরিষদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১১, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

রাজনৈতিক অঙ্গনে নাটকীয় মোড়—সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া পতিত আওয়ামী লীগের পর এবার জাতীয় পার্টির (জাপা) নিবন্ধন বাতিলের দাবি তুলেছে গণঅধিকার পরিষদ। আগামীকাল (১২ মে) নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

রোববার (১১ মে) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রাশেদ খাঁন বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হোক—এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। একইসঙ্গে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি করছি।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধে আমরা শুরু থেকেই সক্রিয় ছিলাম। সারা দেশে স্মারকলিপি, বিক্ষোভ, গণস্বাক্ষর কর্মসূচি ও মিছিলের মাধ্যমে আমাদের অবস্থান জানিয়েছি। আন্দোলনকারী ছাত্র-জনতাকে আমরা অভিনন্দন জানাই।”

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়েও সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, “ডামি রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে দেশ ছাড়লেও সরকার কোনো তদন্ত করেনি। বরং দোষ ঢাকতে নিরীহ পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।”

গণঅধিকার পরিষদের অভিযোগ, সরকারের উপদেষ্টা পরিষদে এখনও আওয়ামী ঘরানার লোকজন রয়েছেন এবং তারা রিফাইন্ড আওয়ামী লীগ ও ডামি এমপি-মন্ত্রীদের পুনর্বাসনে জড়িত।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশের স্থিতিশীলতা ও স্বচ্ছ রাজনৈতিক কাঠামোর জন্য শুধু আওয়ামী লীগ নয়, তাদের সহযোগী হিসেবে বিবেচিত জাতীয় পার্টির মতো দলগুলোকেও নিষিদ্ধ করার প্রয়োজন রয়েছে।