ঢাকাশনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রাউজানে আওয়ামী লীগ নেতা ড. রোশাঙ্গীর আলম গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১০, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাউজানে ড. মুহাম্মদ রোশাঙ্গীর আলম নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় রাউজান উপজেলার নোয়াপাড়া পথের হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাউজান থানার সেকেন্ড অফিসার কাউসার হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার বিরুদ্ধে পূর্বের একটি মামলা ছিল। সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১০ মে) রোশাঙ্গীর আলমকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে।”

গ্রেপ্তারকৃত ড. রোশাঙ্গীর আলম রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের প্রয়াত আবদুল হাকিম সওদাগরের ছেলে। তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি পূর্বের হলেও সম্প্রতি তার অবস্থান শনাক্তের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।