চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে আজ শনিবার (১০ মে) দুপুর ২টায় শুরু হচ্ছে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এ সমাবেশে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে প্রায় ৫ লাখ তরুণ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তারুণ্যের সমাবেশ’ শুধু একটি রাজনৈতিক জমায়েত নয়, বরং এটি দেশের তরুণ সমাজকে নতুন রাজনৈতিক কাঠামো ও রূপরেখা প্রণয়নে সম্পৃক্ত করার একটি প্রয়াস। এর মাধ্যমে বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা বাস্তবায়নের পূর্ব প্রস্তুতি হিসেবে তরুণদের সঙ্গে সংলাপে বসছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় তিনি চট্টগ্রামে এসে পৌঁছান এবং শাহ আমানত বিমানবন্দরে দলের নেতাকর্মীদের উচ্ছ্বসিত অভ্যর্থনা পান।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন,“আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন প্রজন্মকেন্দ্রিক রাজনৈতিক রূপরেখা তৈরির প্রক্রিয়ায় আছি। এ কর্মসূচির মাধ্যমে তরুণরা সরাসরি পলিসি প্রণয়ন প্রক্রিয়ায় যুক্ত হবেন।”
সমাবেশে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকার নিয়ে তরুণদের ভাবনা উঠে আসবে বলে জানিয়েছেন আয়োজকরা। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় শহরেও এ ধরনের আয়োজন হবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন,“গত কয়েক সপ্তাহ ধরে শহরের প্রতিটি ওয়ার্ডে প্রচার চালানো হয়েছে। আমরা তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি। আজকের সমাবেশে পলোগ্রাউন্ড ময়দান হবে তারুণ্যের শক্তির প্রদর্শনী।”
বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে বিএনপির এ ধরনের তারুণ্যকেন্দ্রিক আয়োজন সরকারের বিরুদ্ধে জনমত গঠনের নতুন কৌশল হিসেবে দেখা যেতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে তরুণদের আকৃষ্ট করার যে প্রতিযোগিতা শুরু হয়েছে, বিএনপির এই সমাবেশ তার একটি বড় দৃষ্টান্ত