সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)-এ অংশ নিয়ে নানা ধরনের সামাজিক প্রতিক্রিয়ার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন মাঠের অভিজ্ঞতা ও বাইরে চলা অনাকাঙ্ক্ষিত সমালোচনার গল্প।
তিশা বলেন, “আমরা যারা মেয়েরা খেলছি, আমাদের খেলোয়াড়ি দক্ষতার চেয়ে পোশাক নিয়ে বেশি আলোচনা হয়। ইউটিউব বা সামাজিক মাধ্যমে এমন প্রতিবেদন আসে, যেন আমরা খেলতে নয়, পোশাক প্রদর্শনে এসেছি।”
তিশা আরও জানান, খেলার ভিডিও অনুমতি ছাড়াই রেকর্ড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা অনেক সময় অপমানজনকভাবে উপস্থাপন করা হয়। “এই বিষয়গুলো আমাদের পরিবারেও নেতিবাচক প্রভাব ফেলে,” বলেন তিনি।
পোশাক বিতর্ক প্রসঙ্গে তিশা বলেন, “শাড়ি পরলেও কথা হয়, আবার ওড়না পরলেও ছাড় নেই। বুঝতে পারি না, আমরা কী পরব। খেলতে গিয়ে হিজাব বা ওড়না পরে মাঠে নামার বাস্তবতা নেই—এটা যারা সমালোচনা করেন, তারা বুঝতে চান না।”
এই অভিনেত্রীর মতে, নারী খেলোয়াড় ও তারকাদের প্রতি সমাজে বিদ্যমান দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। “পোশাক নয়, আমাদের পারফরম্যান্স দেখা হোক,”—এই প্রত্যাশাই জানিয়েছেন তাসনুভা তিশা।