ঢাকারবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে এই সরকারকে বিদায় জানাতে হবে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১০, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে শনিবার (১০ মে) যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত ‘তারুণ্যের সমাবেশে’ গণজোয়ার তৈরি করে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লাখো তরুণের সামনে তিনি বলেন, “দেশে আর ফ্যাসিবাদ চলবে না। জাতীয় ঐক্য গড়ে এই সরকারকে বিদায় জানাতে হবে।”

সমাবেশে আওয়ামী লীগকে একহাত নিয়ে তিনি বলেন,“১৮ কোটি মানুষ এই সরকারকে চায় না। তারা দেশে বাকশাল কায়েম করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন,“বহুদলীয় গণতন্ত্র ফিরিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। সংবাদপত্রের স্বাধীনতা, গার্মেন্টস শিল্প, কেয়ারটেকার সরকার ব্যবস্থা—সবই বিএনপির হাত ধরে এসেছে।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা পরিবর্তন চাও, শান্তি চাও, শিক্ষা ও গণতন্ত্র চাও—তবে রাজপথে নামতে হবে। অধিকার ছিনিয়ে আনতে হয়।”

তারেক রহমান প্রসঙ্গে বলেন, “তিনি আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। বলেছেন—ফয়সালা হবে রাজপথে। আজ সেই লড়াই শুরু হয়ে গেছে।”

মির্জা ফখরুল শহীদ ওয়াসিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তার রক্তে জেগেছে নতুন প্রতিরোধ। তাকে ইতিহাসে স্থান দিতে হবে, পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে হবে।”

বিকেল থেকে নগরের বিভিন্ন উপজেলা, থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শুধু পলোগ্রাউন্ড নয়, আশপাশের টাইগারপাস মোড় ও সড়কজুড়ে সমর্থকদের ঢল নামে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন নাসির ও রাজিব আহসান।

মহানগর বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম।