ঢাকাশনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

তারুণ্যের মহাসমাবেশে তামিম ইকবাল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১০, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির আয়োজিত তারুণ্যের মহাসমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার (১০ মে) বিকেল ৩টায় শুরু হওয়া এ আয়োজনে তরুণদের সঙ্গে একাত্মতা জানাতে মঞ্চে উঠেন তিনি।

তামিম বলেন, “চট্টগ্রাম থেকে খেলোয়াড় পাচ্ছি না— এই প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। ১০-২০ বছর আগেও আমরা চট্টগ্রাম থেকে অনেক ক্রীড়াবিদ পেতাম, যারা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় দেশের প্রতিনিধিত্ব করতেন। এখন সে সংখ্যা কমে গেছে।”

 

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে চট্টগ্রাম আবার দেশের ক্রীড়াঙ্গনে গর্বিতভাবে প্রতিনিধিত্ব করবে। “আমার বিশ্বাস, আবার সেই সময় ফিরে আসবে— যখন চট্টগ্রাম হবে বাংলাদেশের ক্রীড়াবিদের অন্যতম প্রধান উৎস।”

 

তামিমের উপস্থিতি ও বক্তব্য সমাবেশে তরুণদের মাঝে আলাদা উদ্দীপনা তৈরি করেছে বলে জানিয়েছেন আয়োজকরা। তরুণদের সম্ভাবনা ও রাজনৈতিক অধিকার নিয়ে সচেতনতামূলক এই আয়োজনকে তারা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একে তারুণ্যের শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবেও বিবেচনা করছেন।