চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগ।
সিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলার ২১ জন, ডাকাতির প্রস্তুতির অভিযোগে ১ জন, চাঁদাবাজির মামলায় ৩ জন, পেশাদার চোর ১ জন এবং সিএমপি অধ্যাদেশের ৮৮ ধারায় ২ জন রয়েছেন।
চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলেও জানিয়েছে পুলিশ।