ঢাকারবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম লালখান বাজার এলাকায় বিএনপির দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১০, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। সমাবেশ-পরবর্তী সময়ে কোক খাওয়ার টাকার বিল পরিশোধকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। শনিবার (১০ মে) রাত আটটার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ থেকে ব্যাপক গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়, পথচারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন।

সংঘর্ষের সময় বিএনপির একটি স্থানীয় ওয়ার্ড অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলেও জানা গেছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন, তবে এখন পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে সিটিজি পোস্টকে জানান, এই সংঘর্ষ হয়েছে পেটকাটা স্বপন ওরফে আব্দুল আলীম স্বপন এবং বিএনপি নেতা শাহ আলমের কর্মী-সমর্থকদের মধ্যে। উভয় পক্ষের মধ্যে পুরনো বিরোধ ছিল বলে জানান তারা।

খুলশী থানা পুলিশ জানিয়েছে, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যারা এই ধরনের বিশৃঙ্খলা করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলেন,“এখন রাজনীতির নামে এলাকাতেই আর শান্তি নেই। নিজেদের মধ্যে ঝগড়া করে আমাদের জনজীবন বিপন্ন করছে।”