ঢাকাশনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৯, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট আগামী সোমবার (১২ মে) দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শুক্রবার (৯ মে) দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি জানান, “আশা করছি, আগামী সোমবার তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করবে। এরপর ‘ফরমাল চার্জ’ জমা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হবে।”

তাজুল ইসলাম আরও বলেন, “ইতোমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে জড়িত সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই ঐ ঘটনায় ‘ফরমাল চার্জ’ দাখিল করা হবে।”

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশনার অংশ হিসেবেই তদন্ত সংস্থা তাদের রিপোর্ট দাখিল করতে যাচ্ছে।

গত বছরের ১৭ ডিসেম্বর, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। মামলাগুলোর অভিযোগে বলা হয়, ওই সময় রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের সমন্বয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড পরিচালিত হয়, যা আন্তর্জাতিক আইনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।

বিশ্লেষকদের মতে, এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সক্রিয়ভাবে বিচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে।