ঢাকাশনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের বিষয় : ড. মঈন খান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৯, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের এবং নির্বাচন কমিশনের, বিএনপির নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (৯ মে) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা জনগণের সিদ্ধান্তের বিষয়। আমরা সেই সিদ্ধান্ত দেওয়ার অধিকার রাখি না।”

ড. মঈন খান বলেন, “আওয়ামী লীগকে প্রশ্ন করা উচিত, তারা কি আদৌ গণতন্ত্র ও নির্বাচন চায়? তারা কি স্বীকার করেছে যে তারা দেশের জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে, লুটপাট করেছে, এবং ভুলের জন্য ক্ষমা চায়?”

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য কার্টার সেন্টারের সঙ্গে বৈঠক করে। সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য নির্বাচনী তত্ত্বাবধান নিয়ে আলোচনা হয়।

এ প্রসঙ্গে মঈন খান বলেন, “নব্বইয়ের দশকে অন্তর্বর্তী সরকারের অধীনে সফল নির্বাচন হয়েছিল। বর্তমান সরকারের কাছ থেকেও জনগণ সেই ধরনের একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে।”