চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) মূল ফটক অবরুদ্ধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন কয়েকশ পোশাক শ্রমিক।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টা থেকে থিআনিস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা এই কর্মসূচি শুরু করেন।
শ্রমিকদের বিক্ষোভের কারণে মূল ফটকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ভেতরে আটকা পড়েছে পণ্যবোঝাই ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন পরিবহন।
প্রায় ৭০০ শ্রমিকের কর্মস্থল এ কারখানায় গত তিন মাস ধরে কোনো বেতন দেওয়া হয়নি বলে অভিযোগ। এক শ্রমিক বলেন, “রমজান ও ঈদেও বেতন-বোনাস পাইনি। একবার ২০ এপ্রিল, এরপর ২৪ এপ্রিল ও ৫ মে বেতন দেওয়ার কথা বলেও কর্তৃপক্ষ তা দেয়নি। শুধু আশ্বাস দিয়ে ঘোরাচ্ছে।”
বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে বেপজা কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে সিইপিজেডের মূল ফটকের দিকে যান এবং সেটি অবরুদ্ধ করেন।
শিল্পাঞ্চল পুলিশের চট্টগ্রাম জেলার পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ পূর্বকোণকে বলেন, “থিআনিস অ্যাপারেলসের মালিক আনিসুর রহমান মার্চ মাস থেকে বেতন দেননি। গতকাল পর্যন্ত পাঁচবার সময় নিয়েও প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। সকালে শ্রমিকরা মূল ফটক বন্ধ করে আন্দোলনে বসেন। মালিককে ফোনে পাওয়া যাচ্ছিল না, তবে দুপুরে যোগাযোগ হয়েছে। তিনি সোমবার (১২ মে) বেতন দেওয়ার আশ্বাস দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।”
শ্রমিকদের দাবি, লিখিত নিশ্চয়তা ছাড়া তারা কর্মসূচি প্রত্যাহার করবেন না।
চট্টগ্রামে শ্রমিক অসন্তোষ ও কারখানা মালিকদের বেতন-বোনাস নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক হারে বেড়েছে বলে মত দিয়েছেন শ্রম অধিকারকর্মীরা