ঢাকাবৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পলোগ্রাউন্ডে ১০ মে তারুণ্যের সমাবেশ, প্রধান অতিথি মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৮, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আগামী ১০ মে (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ”। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নগর শাখার একাধিক নেতা।

মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, “সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেবেন বলে আশা করছি। আমরা প্রত্যাশা করছি, প্রায় চার লাখ মানুষের উপস্থিতি হবে।”

দলীয় নেতারা জানান, এ সমাবেশের মূল উদ্দেশ্য তরুণদের রাজনৈতিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করা। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারুণ্যের অংশগ্রহণ বাড়ানো হবে এই সমাবেশের মূল বার্তা।