ঢাকাবৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে সেনাবাহিনীর তথ্য পাচারের অভিযোগে চারজন আটক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৮, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের চন্দনাইশে সেনাবাহিনীর গাড়ির গতিবিধি নজরদারি এবং অভিযানের গোপন তথ্য পাচারের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল চন্দনাইশের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে। চন্দনাইশ সেনা ক্যাম্পে কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. আব্দুল গফুর (৬২), মো. ফয়জুর রহমান (৪৫), মো. জসিম (৩৬) এবং মো. জাহেদুল ইসলাম (৩৬)। আটককৃতদের মধ্যে গফুর চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের উত্তর জোয়ারা নগর পাড়ার বাসিন্দা, ফয়জুর ও জসিম কাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর কাঞ্চননগর এলাকার এবং জাহেদুল ইসলাম একই এলাকার মৃত আহমেদ হোসেনের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃতরা বিভিন্ন সময় সেনাবাহিনীর অভিযানে ব্যবহৃত যানবাহনের গতিবিধি নজরে রাখত এবং এসব সংবেদনশীল তথ্য বাইরে পাচার করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

পরবর্তীতে তাদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয় এবং আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন যে কোনো ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাহিনী।