ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশান-১ এলাকার বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ২০২৪’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
আইজিপি বলেন, “ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে আমাদের ভূ-রাজনৈতিক পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয়, সেজন্য সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে দিকেও নজরদারি জোরদার করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দুই প্রতিবেশী দেশকে শান্তিপূর্ণ ও সংযত আচরণ বজায় রাখার আহ্বান জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে বাংলাদেশ সব সময় কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে। আমরা আশা করি, ভারত ও পাকিস্তান উত্তেজনা প্রশমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং সংলাপের মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।