ঢাকাবৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান ভারতের অভ্যন্তরে পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৭, ২০২৫ ৪:০১ পূর্বাহ্ণ
Link Copied!

কাশ্মীর ইস্যু ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছে। জবাবে পাকিস্তান ভারতের অভ্যন্তরে পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, আজাদ কাশ্মীরের কোটলি, বাহাওয়ালপুর ও মুজাফফরাবাদে ভারত ‘কাপুরুষোচিত ও উসকানিমূলক’ হামলা চালায়। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ভারত এই হামলায় নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেছে। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে।

ভারত তাদের ‘অপারেশন সিন্দুর’ অভিযানের অংশ হিসেবে পাকিস্তানে ৯টি স্থানে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। ভারতের দাবি, এই অভিযানে কেবলমাত্র ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্যবস্তু করা হয়েছে এবং পাকিস্তানি সেনাবাহিনীর কোনো স্থাপনাকে লক্ষ্য করা হয়নি।

পাল্টা জবাবে পাকিস্তান ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। জিও নিউজ ও জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান বিমান বাহিনী সীমান্ত এলাকায় ভারতের আগ্রাসনের জবাবে আকাশপথে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলেছে। তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবি স্বীকার বা প্রত্যাখ্যান করা হয়নি।

আইএসপিআর জোর দিয়ে বলেছে, “নিরীহ পাকিস্তানিদের রক্ত বৃথা যাবে না। প্রত্যেক আত্মত্যাগের উপযুক্ত প্রতিশোধ নেয়া হবে।” পাকিস্তানের সেনাবাহিনী ও বিমান বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানানো হয়।

এদিকে এই উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, “আমরা দুই সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগে আছি।” জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও বিষয়টি উত্থাপিত হয়েছে।