ঢাকাবুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির নানিয়ারচরে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় সৈনিক শহীদ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৭, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাঙামাটির নানিয়ারচরের ত্রিপুরাছড়ি এলাকায় সেনাবাহিনীর একটি ক্যাম্পে ইউপিডিএফ সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে সৈনিক শহিদুল ইসলাম শহীদ হয়েছেন।

আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নাইট এসআরপি (স্পেশাল রেইড প্যাট্রোল) মিশনের প্রস্তুতির সময় ক্যাম্পের ২ নম্বর পোস্টে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি গলায় গুলিবিদ্ধ হন। গুলি এতটাই তাৎক্ষণিক ও মারাত্মক ছিল যে ঘটনাস্থলেই তিনি শহীদ হন।

সেনাবাহিনীর পক্ষ থেকে এ হামলার জন্য ইউপিডিএফ সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে। ঘটনার পরপরই এলাকায় সেনা টহল জোরদার করা হয় এবং অভিযানের প্রস্তুতি চলছে।