রাঙামাটির নানিয়ারচরের ত্রিপুরাছড়ি এলাকায় সেনাবাহিনীর একটি ক্যাম্পে ইউপিডিএফ সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে সৈনিক শহিদুল ইসলাম শহীদ হয়েছেন।
আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নাইট এসআরপি (স্পেশাল রেইড প্যাট্রোল) মিশনের প্রস্তুতির সময় ক্যাম্পের ২ নম্বর পোস্টে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি গলায় গুলিবিদ্ধ হন। গুলি এতটাই তাৎক্ষণিক ও মারাত্মক ছিল যে ঘটনাস্থলেই তিনি শহীদ হন।
সেনাবাহিনীর পক্ষ থেকে এ হামলার জন্য ইউপিডিএফ সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে। ঘটনার পরপরই এলাকায় সেনা টহল জোরদার করা হয় এবং অভিযানের প্রস্তুতি চলছে।