ঢাকাবৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যে জেলে চেয়েছিলো খালেদা জিয়াকে রাখতে, সেখানেই এখন ঠাঁই হাসিনার দোসরদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৭, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কেরানীগঞ্জে অবস্থিত উচ্চ নিরাপত্তার বিশেষ কারাগারটি শুরুতে নির্মাণ করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। কিন্তু সময়ের পালাবদলে সেটি এখন রূপ নিয়েছে এক ভিন্ন রাজনৈতিক বাস্তবতার প্রতীক হিসেবে।

২০২০ সালে করোনা মহামারির সময় তাঁকে মুক্তি দেওয়া হয়, এবং পরে রাজনৈতিক পরিবর্তনের ধারায় তিনি মামলাগুলো থেকেও রেহাই পান। ফলে, তাঁর জন্য বরাদ্দ এই কারাগারটিতে বর্তমানে আটক হচ্ছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, আমলা এবং নিরাপত্তা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

২০২৪ সালের রাজনৈতিক অভ্যুত্থানের পর পরিস্থিতির মোড় ঘুরে যায়। দীর্ঘদিনের ক্ষমতাসীনদের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগে শুরু হয় গ্রেফতার অভিযান, যার প্রেক্ষিতে এই কারাগারটি নতুন করে সক্রিয় করা হয়। আগামী ১৫ মে থেকে কারাগারটি আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। ইতোমধ্যে কারাগারে নজরদারির জন্য স্থাপন করা হয়েছে সিসিটিভি, মোবাইল জ্যামারসহ আধুনিক সব নিরাপত্তা ব্যবস্থা। প্রাথমিকভাবে ২০০ জন বন্দিকে এখানে স্থান দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ পর্যন্ত গ্রেফতার হওয়া ১৪৬ জন ভিআইপি বন্দির মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শ্রম ও সমাজকল্যাণ সংশ্লিষ্ট সাবেক মন্ত্রী শাজাহান খান, ইনু ও রাশেদ খান মেনন, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জ্যোতি এবং নিরাপত্তা বাহিনীর শীর্ষ দুই প্রাক্তন কর্মকর্তা—মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও রিয়ার অ্যাডমিরাল মো. সোহাইল। তাঁদের সঙ্গে শেখ হাসিনার কার্যালয়ের সাবেক উপদেষ্টা, সচিব ও প্রশাসনিক কর্মকর্তারাও রয়েছেন আটক তালিকায়।

যেখানে এক সময় বিরোধী নেত্রীকে অন্তরীণ রাখার কথা ছিল, সেখানে এখন বন্দি হয়ে আছেন এক সময়ের ক্ষমতাবান ব্যক্তিরা। এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিরল ও তাৎপর্যপূর্ণ অধ্যায়, যা ভবিষ্যতের রাজনৈতিক গতিপথকেও ইঙ্গিত করছে।