ঢাকাবৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধ আতঙ্কে দেশের শেয়ারবাজারে ধস, ২০১৩ সালের পর সর্বোচ্চ পতন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৭, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ভারত-পাকিস্তানের মধ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির ছায়া এবার পড়েছে বাংলাদেশের শেয়ারবাজারেও। আজ বুধবার (৭ মে) দুপুর পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত প্রায় সব কোম্পানির শেয়ারে ভয়াবহ দরপতন দেখা গেছে।

দুপুর ১টায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৭ পয়েন্ট হারিয়ে ৪৮৩৪ পয়েন্টে অবস্থান করে। সূচক পতনের হার ২.৩৬ শতাংশ, যা ২০১৩ সালের পর সর্বোচ্চ। এর আগে দুপুর সাড়ে ১২টায় সূচক ১২৮ পয়েন্ট হারিয়ে নেমে গিয়েছিল ৪৮২৩ পয়েন্টে — এদিনই সূচকের সবচেয়ে নিচু অবস্থান।

বেশিরভাগ শেয়ারের ব্যাপক দরপতনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। দুপুর ১টা পর্যন্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৯৩টিরই লেনদেন হয়েছে।
এর মধ্যে ৩৭৭টির দাম কমে যায়, মাত্র ৮টি শেয়ারের দর বেড়েছে।

দিনের প্রথম ৩ ঘণ্টায় শেয়ার লেনদেন হয়েছে মাত্র ৩৬৯ কোটি টাকার, যা বাজারের জন্য অত্যন্ত নিম্নমাত্রার।

শেয়ারবাজার বিশ্লেষক ও ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলছেন, ‘অপারেশন সিঁদুর’ নামে ভারতের পাকিস্তান ও কাশ্মীর আক্রমণ এবং তার পাল্টা প্রতিক্রিয়ায় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বেড়ে যাওয়ায় বাজারে এই ধস নেমেছে।

প্রতিবেশী দেশগুলোর বাজারেও প্রতিক্রিয়া:

  • পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জে কেএসই-১০০ সূচক ৬৫০০ পয়েন্ট বা ৫.৫ শতাংশ পতন, যা ২০২৩ সালের পর সবচেয়ে বড় একদিনের পতন।

  • ভারতের সেনসেক্স সূচক সকালে ৬৯২ পয়েন্ট পড়ে গেলেও পরে ঘুরে দাঁড়িয়ে ৮০,৮৪৫ পয়েন্টে পৌঁছে।

  • নিফটি ৫০ সূচকও প্রথমে পড়ে গিয়ে পরে ২৪,৪৩৮ পয়েন্টে উঠে আসে।

  • সিঙ্গাপুরের এসজিএক্স নিফটি সূচক প্রথমে ১.২০% পড়ে, পরে তা কমে ০.২০% পতনে সীমাবদ্ধ থাকে।