ঢাকাবৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ : ট্রাম্প

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৭, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ভারতের ‘অপারেশন সিন্দুর’ অভিযানে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ (It’s a shame) বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,
“আমরা যখন ওভাল অফিসে ঢুকছিলাম, তখনই এই খবর পেলাম। আমি শুধু আশা করি, এটি খুব দ্রুত শেষ হবে।”

তিনি আরও বলেন, “দুঃখজনক ব্যাপার হলো, এই অঞ্চলে অনেক আগে থেকেই লড়াই চলছে—দশক নয়, শতাব্দীজুড়ে। আমি আশা করি, এবার এটা শেষ হবে শান্তিপূর্ণভাবে।”

এদিকে ভারত জানিয়েছে, পাকিস্তান ও আজাদ কাশ্মীরের ৯টি স্থানে হামলা চালিয়েছে তারা, যেখানে থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল বলে দাবি তাদের।

পাকিস্তান দাবি করেছে, হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করারও দাবি করেছে।