গভীর রাতে ভারতের যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে পাকিস্তানের বাহাওয়ালপুর, কোটলি ও মুজাফফরাবাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) একে ‘কাপুরুষোচিত ও উসকানিমূলক’ হামলা বলে নিন্দা জানিয়েছে।
আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতের এই হামলা তার আকাশসীমা লঙ্ঘন না করেই পরিচালিত হয়েছে। পাকিস্তান জবাব দেবে “তার পছন্দমতো সময় ও স্থানে।”
হামলায় বাহাওয়ালপুরে এক শিশুর মৃত্যু এবং এক নারী ও পুরুষ আহত হয়েছেন। লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা, যার মধ্যে একটি মসজিদও ছিল।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “তারা কাপুরুষের মতো নিজেদের সীমা থেকেই হামলা করেছে। যদি তারা সামনে আসে, আমরা দ্বিগুণ শক্তিতে জবাব দেব।”
ভারতের পক্ষ থেকে স্বীকার করা হয় যে, ‘অপারেশন সিনদূর’ নামে পরিচালিত এই অভিযানে আজাদ কাশ্মীর ও পাকিস্তানে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়।
এই ঘটনার পেছনে কাশ্মীরের পাহালগামে ২২ এপ্রিলের হামলাকে কারণ হিসেবে উল্লেখ করেছে ভারত, যেখানে ২৬ জন নিহত হয়। পাকিস্তান তা প্রত্যাখ্যান করে জাতিসংঘে অভিযোগ তুলেছে এবং আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে।
যুক্তরাষ্ট্র দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে জানিয়েছে, তারা “উভয় দেশের সঙ্গে সরাসরি যোগাযোগে আছে।”