ঢাকাবুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নার্সদের মানোন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান মেয়র ডা. শাহাদাতের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৭, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের আয়োজনে অনুষ্ঠিত ‘Teaching Methodology & Assessment’ শীর্ষক তিনদিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে নার্সদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, রোগীর সুস্থতার ক্ষেত্রে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাদের মানোন্নয়নে সরকারকে আরও বিনিয়োগ করতে হবে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বিশ্বের অনেক দেশের মতো আমরাও দক্ষ ও মানবিক নার্স তৈরি করতে পারি, যদি নার্সদের সঠিক প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হয়। কেরালা, ব্যাঙ্গালুরু, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের উদাহরণ টেনে তিনি বলেন, এসব অঞ্চলের নার্সরা তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে আন্তর্জাতিকভাবে সুনাম কুড়িয়েছে। বাংলাদেশেও নার্সদের সেই মানে পৌঁছাতে হলে প্রয়োজন যুগোপযোগী শিক্ষা ও পর্যাপ্ত বিনিয়োগ।

চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান মেয়র। তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে থাকা মেডিকেল প্রতিষ্ঠানসমূহ এই উদ্যোগে অংশ নেবে। পাশাপাশি, মেয়র স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী জিডিপির অন্তত ৫ শতাংশ এবং জাতীয় বাজেটের ১৫ শতাংশ জনস্বাস্থ্য খাতে বরাদ্দের পক্ষে মত দেন।

তিনি আরও বলেন, একজন নার্সের হাসিমুখ, সহানুভূতিশীল আচরণ এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি একটি রোগীর মানসিক শক্তি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। একজন ক্যান্সার রোগীকে যদি নার্স আন্তরিকভাবে সাহস ও আশ্বাস দেন, তবে তার সুস্থ হয়ে ওঠার মনোবল বহুগুণে বাড়ে। ওষুধ প্রয়োগের পাশাপাশি নার্সদের উচিত রোগী ও তার স্বজনদের সঙ্গে সংবেদনশীলভাবে কথা বলা, ওষুধের প্রয়োগ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বোঝানো এবং প্রত্যেকটি সেবার মধ্যে আন্তরিকতা বজায় রাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। উপস্থিত ছিলেন নার্সিং অনুষদের ডিন ডা. মেহেরুন্নিছা খানম, সেন্টার ফর মেডিকেল এডুকেশনের অধ্যাপক ডা. আবদাল মিয়া, সহযোগী অধ্যাপক ডা. আফরোজা হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অতিথিরা। মতবিনিময় পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাস দেন মেয়র শাহাদাত হোসেন।