চট্টগ্রামের চান্দগাঁওয়ে র্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক র্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে ক্যাম্পের তৃতীয় তলায় নিজ অফিস কক্ষে তার মরদেহ পাওয়া যায়।
পলাশ সাহা ৩৭তম বিসিএস-এর পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন এবং র্যাব-৭ এ সিনিয়র সহকারী পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, “অফিস কক্ষে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে একটি চিরকুটও পাওয়া গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।”
র্যাব এবং পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও অন্তর্ঘাত, সহকর্মীর গাফিলতি বা অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় র্যাব সদর দপ্তরের পক্ষ থেকেও আভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।