ঢাকামঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিন্ময় কৃষ্ণ দাসকে আরও চার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৬, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার (৬ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পিপি (পি‌পি) মুফিজুল হক ভূঁইয়া সাংবাদিকদের জানান, ২০২৩ সালের ২৬ নভেম্বরের ঘটনায় পুলিশের দায়ের করা তিনটি মামলা এবং নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাইয়ের দায়ের করা একটি মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে চারটি মামলাতেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

তিনি আরও জানান, নিরাপত্তাজনিত কারণে চিন্ময় দাসকে কারাগার থেকেই ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। এর আগের দিন, সোমবার, আলিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।