ঢাকামঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ময়লার স্তূপে মিলল থানা থেকে লুট করা তিন পিস্তল ও ৩০ রাউন্ড গুলি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৬, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মেরিন ড্রাইভ সড়কের পাশে ময়লার স্তূপ থেকে তিনটি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৫ মে) রাত সোয়া ৯টার দিকে উত্তর পাশে একটি বাড়ির সামনে ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইসরাফিল মজুমদার। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ব্রাজিলের তৈরি সচল পিস্তল (তরাস ৯ এমএম), ইংল্যান্ডের ওয়েবলির তৈরি একটি রিভলবার এবং ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছি। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত দুটি অস্ত্র ও গুলি গত বছরের ৫ আগস্ট কোতোয়ালী থানার অস্ত্রাগার (আর্মরি) থেকে লুট করা হয়েছিল। অপর একটি রিভলবার সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) যেকোনো একটি থানার মালখানা (প্রমাণাগার) থেকে লুট করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় থানাগুলোর অস্ত্রাগার ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কোথা থেকে কীভাবে অস্ত্রগুলো চুরি হলো, কে বা কারা তা সরিয়ে রেখেছিল—তা তদন্ত করে দেখছে পুলিশ।