ঢাকাবুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা, ত্যাগী নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৬, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

প্রায় তিন মাস পর পূর্ণাঙ্গ রূপ পেল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। নতুন ঘোষিত কমিটিতে আহ্বায়ক, সদস্যসচিবসহ ৫৪ জন নেতা ঠাঁই পেয়েছেন। তবে বাদ পড়েছেন আলোচিত নেতা লিয়াকত হোসেন। সম্মানসূচক সদস্য হিসেবে রাখা হয়েছে আগের কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামকে।

মঙ্গলবার (৬ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হয়।

এর আগে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্যসচিব করে আংশিক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতে আলী আব্বাস সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল।

পূর্ণাঙ্গ কমিটিতে নতুনভাবে যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন আজিজুল হক চৌধুরী, আসহাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, রেজাউল করিম চৌধুরী নেছার ও সাঈফুদ্দিন সালাম মিঠু।

কমিটির বাকি সদস্যরা হলেন:
শেখ মোহাম্মদ মহি উদ্দিন, ইফতেখার মহসিন চৌধুরী, মোস্তাক আহমদ খান, বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া, আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, মাস্টার মোহাম্মদ লোকমান, শওকত আলম চৌধুরী, ছলিম উদ্দিন চৌধুরী, মো. রফিকুল আলম, মাস্টার মোহাম্মদ রফিক, রাজীব জাফর চৌধুরী, সাজ্জাতুর রহমান চৌধুরী, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, মোহাম্মদ ওসমান, জাগির আহমদ, আমিনুল ইসলাম, মোজাম্মেল হক বেলাল, জসীম উদ্দিন, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, শেফায়েত উল্লাহ চক্ষু, ফজলুল কবির ফজু, মোহাম্মদ শাহীনুর শাহীন, মোহাম্মদ ঈসমাইল, ইফতেখার হোসেন চৌধুরী, হেলাল উদ্দিন, জাবেদ মেহেদী হাসান সুজন, মোহাম্মদ ইব্রাহীম, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, সালেহ জহুর, দেলোয়ার আজীম, শাহাদাত হোসেন সুমন, মোস্তাফিজুর রহমান ও দেলোয়ার হোসেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়িকাণ্ডের জেরে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল বিএনপি। এরপর প্রায় ৫ মাস পর নতুন আংশিক কমিটি এবং এবার পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হলো।