ঢাকামঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় নারী পুলিশকে ইভটিজিং রোহিঙ্গাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৬, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে এক নারী পুলিশ সদস্যকে ইভটিজিংয়ের জেরে রোহিঙ্গা যুবকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

রবিবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে এপিবিএন পুলিশের অভ্যন্তরীণ ব্রিফিং শেষে ফিরছিলেন এক নারী সদস্য। এ সময় কয়েকজন রোহিঙ্গা যুবক তার পেছনে গিয়ে বোরকা ধরে টান দেয় ও উত্ত্যক্ত করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই নারী সদস্যের স্বামী পুলিশ সদস্য শাকিল আহমেদসহ তার সহকর্মীরা প্রতিবাদ করলে রোহিঙ্গারা তাদের অকথ্য ভাষায় গালাগাল করে। একপর্যায়ে অভিযুক্তদের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে উত্তেজিত রোহিঙ্গারা পুলিশ বক্সে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে উত্তেজনা প্রশমিত করেন। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন।