ঢাকামঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম ওয়াসার এমডি নিয়োগে আলোচনায় নারী প্রকৌশলী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৬, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ নিয়ে একের পর এক বিজ্ঞপ্তি, সংশোধন ও বাতিলের পর পুরো প্রক্রিয়াটি এখন স্থগিত অবস্থায় রয়েছে। তবে সবশেষ খবর অনুযায়ী, চুক্তিভিত্তিক একজন নারী কর্মকর্তাকে এ পদে নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এমন সিদ্ধান্ত আগামী সপ্তাহেই আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত বছরের ৩১ অক্টোবর দীর্ঘ ১৫ বছর দায়িত্বে থাকা একেএম ফজলুল্লাহকে অপসারণ করে ওয়াসার এমডি পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা। তবে তিনিও বর্তমানে বদলির অপেক্ষায় রয়েছেন।

চট্টগ্রাম ওয়াসার জন্য প্রথমবারের মতো মার্চ মাসে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, তাতে সাধারণ প্রশাসনের অভিজ্ঞতা এবং ৫৫ বছর বয়সসীমা নির্ধারণ করায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তুলনামূলকভাবে ঢাকা ওয়াসার জন্য বিজ্ঞপ্তিতে ছিল প্রকৌশলী হওয়া ও ৬০ বছর বয়সসীমার বাধ্যবাধকতা।

পরবর্তীতে এই সমালোচনার প্রেক্ষিতে চট্টগ্রাম ওয়াসার বিজ্ঞপ্তিও সংশোধন করে প্রকৌশলীদের জন্য উন্মুক্ত করা হয় এবং বয়সসীমা বাড়িয়ে ৬০ বছর নির্ধারণ করা হয়। তবে ২০ এপ্রিল সংশোধিত প্রক্রিয়াটিও বাতিল ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।

সূত্রমতে, প্রাথমিকভাবে একটি নির্দিষ্ট অবসরপ্রাপ্ত প্রশাসন ক্যাডার কর্মকর্তাকে নিয়োগের উদ্দেশ্যে শর্ত শিথিল করে বিজ্ঞপ্তি দেওয়া হলেও পরবর্তীতে তার যোগ্যতা পূরণ না হওয়ায় তা বাতিল করতে বাধ্য হয় মন্ত্রণালয়।

বর্তমানে আলোচনায় রয়েছেন স্থপতি সৈয়দা জেরিনা হোসেন, যিনি বর্তমানে ওয়াসার ৯ সদস্যবিশিষ্ট বোর্ডে পানি ব্যবহারকারীদের প্রতিনিধি হিসেবে রয়েছেন। তিনি ওয়াসা সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে আগেও যুক্ত ছিলেন। এ ছাড়া আরও দুইজন প্রার্থী মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, নতুন নিয়োগে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে কাজ করছে তারা, যাতে একজন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তি এমডি পদে নিয়োগ পেয়ে চট্টগ্রাম ওয়াসার কার্যক্রম আরও গতিশীল করতে পারেন।