ঢাকামঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরছেন খালেদা জিয়া, বিমানবন্দর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৬, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কাতারে যাত্রাবিরতি শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এয়ার অ্যাম্বুল্যান্সটি। সকাল ১০টায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।

এর আগে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সোমবার (৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে রওনা দেন খালেদা জিয়া। বিদায়ের সময় সেখানে উপস্থিত ছিলেন তাঁর পুত্র তারেক রহমান ও নাতনি জাইমা রহমান।

দেশে ফেরার পর খালেদা জিয়া দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের ফিরোজা বাসভবনে যাবেন। এ সময় বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুর্মিটোলা, বনানী হয়ে গুলশান পর্যন্ত সড়কে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি থাকলেও এসএসসি পরীক্ষা চলমান থাকায় সড়কে ভিড় না করার নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, পুলিশের অনুরোধে মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চালকদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সব নিরাপত্তা সংস্থা প্রস্তুত রয়েছে।