ঢাকাবুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ জেলা আ.লীগ নেতা নুরুল আবছার গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৬, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরীকে সাতকানিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার (৫ মে) সন্ধ্যায় সাতকানিয়া পৌরসভার মোটর স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরিবার জানায়, তিনি তার চাচাতো ভাই বিএনপি নেতা আব্দুল গাফফার চৌধুরীর জানাজা শেষে শহরে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হলেও, সেই মামলায় তার নাম নেই বলে দাবি করেন স্বজনরা।

পুলিশ বলছে, তার বিরুদ্ধে মামলা রয়েছে, তবে কী মামলা— সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।