ঢাকামঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের ওয়ার সিমেট্রি পরিদর্শন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৬, ২০২৫ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন চট্টগ্রাম নগরের বাদশা মিঞা সড়কে অবস্থিত কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ট্রেসি জ্যাকবসন টাইগারপাসে অবস্থিত চসিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মেয়রের সঙ্গে। বৈঠকে চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন, চলমান সমস্যা এবং সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেন যুক্তরাষ্ট্র সরকারের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং চট্টগ্রামের জলাবদ্ধতা, অবকাঠামোগত সমস্যা ও অন্যান্য নগর সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় সহায়তা কামনা করেন। তিনি বলেন, “চট্টগ্রামের উন্নয়নে আমরা সব সংস্থাকে সঙ্গে নিয়ে কাজ করছি। তবে নগর সরকার (City Government) থাকলে সমন্বিতভাবে কাজ করা আরও সহজ হতো।”

তিনি আরও বলেন, “সেন্ট্রাল গভর্মেন্টকে আমরা ইতোমধ্যে বুঝিয়েছি যে, আমাদের নগরের জন্য একটি সিটি গভর্মেন্ট প্রয়োজন। এতে করে মেয়র হিসেবে আমি সব সংস্থাকে নিয়ে একসাথে কাজ করার সুযোগ পেতাম।”

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, “বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যে ভারসাম্য আনা দরকার। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রচুর পণ্য রপ্তানি করে, কিন্তু আমদানি তুলনামূলকভাবে কম। উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি আমদানি করে এ ভারসাম্য আনা সম্ভব।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চসিকের বিভিন্ন বিভাগের প্রধানরা, যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার ডি. রিচার্ড রাসমুসেন, এবং পলিটিকাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।

পরে ট্রেসি জ্যাকবসন নগরের প্রবর্তক মোড়ে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অবস্থিত আমেরিকান কর্নারও পরিদর্শন করেন। সেখানে মেয়র ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম নসরুল কদির তাঁকে স্বাগত জানান।