ঢাকাসোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিন্ময় দাসের জামিন শুনানি ঘিরে চট্টগ্রাম আদালতপাড়ায় ছাত্রসমাজের বিক্ষোভ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৪, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশের বিরুদ্ধে আজ রবিবার চেম্বার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এ শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালত এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে, চিন্ময়ের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সকাল থেকেই আদালতপাড়ায় বিক্ষোভ করছে ছাত্রসমাজ।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সরেজমিন দেখা যায়, প্রবেশ পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষ ও যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। আদালত ভবনের চারপাশে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন রয়েছে।


সকাল ১১টার দিকে সাধারণ ছাত্রসমাজের ব্যানারে একদল শিক্ষার্থী আদালত এলাকায় জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেয়। তারা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল ও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় সর্বোচ্চ শাস্তি দাবি করে স্লোগান দিতে থাকে। একই সঙ্গে ২০২৪ সালের ২৫ নভেম্বর আদালত চত্বরে সংঘর্ষের সময় খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও দোষীদের ফাঁসি দাবি করা হয়।


গত ৩০ এপ্রিল হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময়ের জামিন আবেদন মঞ্জুর করেন এবং তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন। তবে সন্ধ্যায় রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে জামিন স্থগিতের আবেদন করে, এবং রাত ৫টা ৫০ মিনিটে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন। পরে তিনি আদেশ প্রত্যাহার করে পুনরায় শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

২০২৪ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময়ের নেতৃত্বে সনাতনী সম্প্রদায়ের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়েকদিন পর, ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। একই বছরের ২২ নভেম্বর রংপুরেও চিন্ময়ের নেতৃত্বে একটি বড় সমাবেশ হয়।

এরপর ২৫ নভেম্বর তাকে ঢাকার উত্তরায় একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং চট্টগ্রাম আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওইদিন আদালত চত্বরে তার অনুসারীদের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ ঘটে, যেখানে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হন।


চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, হাইকোর্ট জামিন মঞ্জুর করলেও চূড়ান্ত আদেশ চট্টগ্রামে পৌঁছাতে সময় লাগছে। তিনি বলেন, “জামিনের আদেশ কার্যকর হতে সময় লাগছে মূলত আদালতের প্রশাসনিক প্রক্রিয়ার কারণে। চিন্ময় বর্তমানে শারীরিকভাবে দুর্বল, ওজন ৭ কেজি কমে গেছে।”

চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।