ঢাকারবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া, স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৪, ২০২৫ ১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশব্যাপী মানুষ তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

শনিবার (৩ মে) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ প্রস্তুত। কেউ যেন রাস্তা অবরোধ না করে, বরং দুই পাশে দাঁড়িয়ে এক হাতে জাতীয় পতাকা ও এক হাতে দলীয় পতাকা ধারণ করে শান্তিপূর্ণভাবে স্বাগত জানানো হবে।”

তিনি আরও জানান, খালেদা জিয়া একটি বিশেষ বিমানে করে ফিরবেন। তবে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ফেরার বিষয়েও আলোচনা চলছে। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূও দেশে ফিরবেন বলে জানান মহাসচিব।