জনমুক্তি ও বোধ সংযোগের যৌথ উদ্যোগে আজ ৩ মে ২০২৫, শনিবার, সন্ধ্যা ৬:৩০ টায় জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের আর্ট গ্যালারিতে ‘স্ক্রিনে প্রতিরোধ: ফিলিস্তিনি চলচ্চিত্র সন্ধ্যা’ এবং ‘বোধ সংযোগ’ পত্রিকার প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা জনমুক্তির যুগ্ম আহ্বায়ক খোবাইব হামদানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হয়। এরপর ‘বোধ সংযোগ’ পত্রিকার নতুন সংখ্যার মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। আলোচনা সভায় বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী রিফাত হাসান, লেখক ও চিন্তক মোকাররম হোসাইন, কবি ও চলচ্চিত্র সমালোচক সৈকত দে, বাহাছ পত্রিকার সম্পাদক ও লেখক জোবাইরুল হাসান আরিফ এবং রাজনীতিবিদ শ্রীধাম শীল ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রাম এবং সমসাময়িক সাহিত্য ও চিন্তাভাবনার বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।
আলোচনায় বক্তারা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। লিখন দত্ত বলেন, স্বপ্ন দেখতে হবে এবং জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে মানুষের সাথে সাথে উপর ভরসা রাখতে হবে। শ্রীধাম শীল দলীয় লেজুড়ের ইতিহাস থেকে মুক্ত থাকার স্পর্ধা দেখানোর কথা বলেন। আরিফ ঘৃণার ঊর্ধ্বে উঠে সময়ের মজলুমকে চিহ্নিত করার আহ্বান জানান।
গণসংহতি আন্দোলন, চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী হাসান মারুফ রুমী ফিলিস্তিনকে মুক্তিকামী মানুষের রাজধানী এবং ইসরায়েলকে সভ্যতার গলার কাঁটা হিসেবে উল্লেখ করেন। মোকাররম হোসাইন একদিন ইসরায়েল বিলীন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সৈকত দে জুলাই আন্দোলন যেন কোনোভাবে বিভক্ত না হয়, সেজন্য সততার সাথে কাজ করার কথা বলেন। রিফাত হাসান লিখন দত্ত ও তার নির্মাণ দলকে সম্ভাবনাময় উল্লেখ করে ইতিহাসের সত্যের অনুসন্ধানের পরিবর্তে মতলবের রাজনীতি খোঁজার কথা বলেন। বোধ সংযোগের সম্পাদক সাইদুল ইসলাম শিল্পকলার সাথে সবার সংযোগ রাখার গুরুত্বের কথা তুলে ধরেন।
এই প্রদর্শনীর শুভেচ্ছা মূল্যের সম্পূর্ণ অর্থ গণ অর্থায়নে নির্মিত লিখন দত্ত পরিচালিত ‘জুলাই অভ্যুত্থান’ চলচ্চিত্রের তহবিল ‘জুলাই ডায়েরিজ’-এ প্রদান করা হবে। চলচ্চিত্রটির সার্বিক পরিবেশনায় রয়েছে জনমুক্তি। আমন্ত্রিত অতিথিরা ‘জুলাই ডায়েরিজ’ টিমের প্রতি শুভকামনা জানান। জনমুক্তি ও বোধ সংযোগ এই ব্যতিক্রমী সন্ধ্যায় উপস্থিত থাকার এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানোর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।