ঢাকাসোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৪, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা এলাকায় এ হামলা হয় বলে দাবি করেছেন এনসিপির নেতারা।

ঘটনার পর নিজের ফেসবুক আইডিতে এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ লিখেন, “গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসুন, প্লিজ।”

এছাড়াও এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে এবং তার হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, তাকে প্রটেক্ট করুন।”

তবে এ ঘটনায় এখনো পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলার কারণ ও দায়ীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাও সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কোথায় অবস্থান করছেন এবং তার শারীরিক অবস্থা কেমন— সে সম্পর্কেও নিশ্চিত তথ্য মেলেনি।