চট্টগ্রামের লোহাগাড়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারকৃত জাল টাকা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চুনতি বনরেঞ্জ এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের উখিয়া রাজাপালং নলবুনিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ মোদ্দাছ্ছির (২৫), তার বোন খাদিজা বেগম (১৭) এবং উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ছলিম উল্লাহর মেয়ে হালিমা আক্তার (১৮)।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চেকপোস্টে একটি যাত্রীবাহী প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। যাত্রীদের শরীরে তল্লাশির সময় তাদের কাছ থেকে ৫০০ টাকার ৩৬টি ও ১,০০০ টাকার ১৩টি জাল নোট, মোট ৩১ হাজার টাকা জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা এসব জাল নোট উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। মোহাম্মদ মোদ্দাছ্ছির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলেও জানা গেছে।
পরিদর্শক রবিউল আলম আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।
এই ঘটনার পর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী রোহিঙ্গা ক্যাম্প থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত জালিয়াতি চক্রের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে।