ঢাকাসোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আব্দুল মান্নান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৪, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল মান্নান।

শনিবার (৩ মে) বিকাল ৩টায় ২০নং দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির আয়োজনে ঘাটফরহাদবেগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভাটি পরিচালনা করেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম এবং সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি প্রবীণ জননেতা আলহাজ্ব সিরাজুল হক, ওয়ার্ড নেতা ইলিয়াস সর্দার, আজিজুল হক বাজু, আব্দুল হাই কালু এবং এড. ইমতিয়াজ উদ্দিন তারেকসহ আরও অনেক নেতা-কর্মী।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, “৩১ দফা কর্মসূচি আমাদের জাতীয় মুক্তির সনদ। এই কর্মসূচির বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের অধিকার নিশ্চিত হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।”

কর্মী সভায় দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে নেতারা সরকারের গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার ঘোষণা দেন